More
    Homeখবরএকগুচ্ছ প্রকল্পের ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী

    একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী

    বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র মারফত খবর, আনুষ্ঠানিকভাবে তিনি ৮৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওই প্রকল্পগুলির জন্য খরচ হবে আনুমানিক ১৫০০ কোটি টাকা।

    পিএমও সূত্র মারফত জানা যাচ্ছে, কাশ্মীরে সড়ক, জল সরবরাহ, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। বিশেষ ভাবে চেন্নানি-পাটনিটপ-নাশরির উন্নয়নে জোর দেওয়া হয়েছে। একদিকে যেমন শিল্প তৈরিতে উৎসাহ দেওয়া হবে, পাশাপাশি ছয়টি সরকারি কলেজ গড়ে তোলা হবে। পরিকাঠামো উন্নয়নের সঙ্গেই যুব সমাজের পাশে থাকারও বার্তা দিতে চায় এনডিএ সরকার।

    প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১৫০০ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্প ছাড়াও কৃষি এবং সহযোগী ক্ষেত্রে আরও ১৮০০ কোটি ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে উপকৃত হবেন উপত্যকার ২০টি জেলার ৯০ ব্লকের ১৫ লক্ষ নাগরিক। এদিন শ্রীনগরের শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক সভাকক্ষে ‘যুব সমাজের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিলেন মোদি। এছাড়াও ২০০০ জন যুবক-যুবতীকে সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করলেন তিনি। বলাই যায়, ভূস্বর্গের মন পেতে উন্নয়নেই জোর দিচ্ছে তৃতীয় মোদি সরকার।

    প্রধানমন্ত্রী এ বারের ভূস্বর্গ সফরে ১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি ৮৪ টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে চলেছেন। মোদি শ্রীনগরে যুব শক্তির ক্ষমতায়ন এবং জম্মু-কাশ্মীরের পরিবর্তন বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও কৃষি ও তার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিযোগিতামূলক উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। আগামীকাল অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শ্রীনগরে প্রধানমন্ত্রী একটি বিশেষ যোগাসন অধিবেশনে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds