More
    Homeবিনোদনট্রেলার চলে এলো ‘স্ত্রী ২’ -এর, কবে মুক্তি পাচ্ছে ছবিটি?

    ট্রেলার চলে এলো ‘স্ত্রী ২’ -এর, কবে মুক্তি পাচ্ছে ছবিটি?

    ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি হরর ছবি ‘স্ত্রী’ ঝড় তুলেছিল বক্স অফিসে। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত একদম নতুন ধরণের একটি ছবি উপহার পেয়েছিল দর্শকমন্ডলী। এবার আসছে সেই ছবিরই সিক্যুয়েল। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’র ট্রেলার। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি। আগের ছবিটিতে হাড়হিম করা আতঙ্ক ছড়িয়েছিল স্ত্রী কিন্তু এবার ভয় দেখানোর পালা স্কন্ধকাটা ভূতের! ট্রেলারের শুরুতেই সেকথা জানিয়ে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। এবার চান্দেরিতে একের পর এক মহিলাকে অপহরণ করতে শুরু করতে দেখা যাবে স্কন্ধকাটাকে। তার হাত থেকে কীভাবে মুক্তি মিলবে? এমন পরিস্থিতিতে উঠে আসে শ্রদ্ধা কাপুরের চরিত্রটির কথা। স্ত্রী- এর প্রথম সিক্যুয়েলেও আগাগোড়া রহস্যে মোড়া সেই যুবতীর কোনও নাম এখনও পর্যন্ত যে জানা যায়নি! ট্রেলারে দেখা যায় সেও ফিরে আসে গ্রামে। রাজকুমার রাও, যিনি ছবিতে ভিকির ভূমিকায় অভিনয় করেছেন, তাঁর সঙ্গে শ্রদ্ধাকে একটা মেলাতে ঘুরতেও দেখা যায়।

     

    শেষপর্যন্ত কীভাবে পরাস্ত করা যাবে স্কন্ধকাটাকে? স্ত্রী কি অসহায় মেয়েদের বাঁচাতে ফিরে আসবে? সেই ইঙ্গিতও ট্রেলার দেখে স্পষ্ট বোঝা যায়। তবে শুধুমাত্র আতঙ্ক নয়, আগের ছবির মতো এখানেও রয়েছে সরস সংলাপ। যেমন সরকাটে সম্পর্কে কী জানা যায়, ভিকির এই প্রশ্নের জবাবে জানা (অভিষেক ব্যানার্জি) বলে ওঠে, ”সরকাটের সর কাটা অর্থাৎ মাথা।” যা শুনে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত রুদ্র চরিত্রটি বলে, ”বাহ! একে এখনই আইএএস অফিসার হিসেবে ঘোষণা করে দাও।” এছাড়াও শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের মধ্যেকার সংলাপ শুনে বোঝা যায় ভৌতিক রসের পাশাপাশি হাসির উপাদানও কিছু কম থাকবে না ছবিতে। এমনকী, তামান্নার আইটেম ডান্সও থাকবে নোরা ফতেহির ‘কমরিয়া’র মতোই। সব মিলিয়ে ভৌতিক ছবির মোড়কে যে উপভোগ্য একটা ছবি হতে চলেছে ‘স্ত্রী ২’ তা কিন্তু ট্রেলারই স্পষ্ট করে দিচ্ছে। প্রথম ছবির মতো স্ত্রীর দ্বিতীয় সিক্যুয়েলও কি দর্শককে মজিয়ে রাখবে নাকি হতাশ করবে, তা জানতে হলে ১৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds