More
    Homeখবরনিটে পাস করে চমক আদিবাসী ছাত্রের! 

    নিটে পাস করে চমক আদিবাসী ছাত্রের! 

    নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্য আদিবাসী তরুণের। মঙ্গলা মুডুলিনামে ওড়িশার বোন্দা জনজাতির উনিশ বছরের তরুণ কঠিন এই পরীক্ষায় পাস করে মেডিকেলেসুযোগ পেয়েছে। উত্তীর্ণ হওয়ার পর বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজে ভর্তি হওয়ারসুযোগ পেল মঙ্গলা। সে-ই আদিবাসীদের মধ্যে প্রথম ছা্ত্র, যে এই সম্মানের অধিকারীহল।

     

    মঙ্গলা পেয়েছে ৩৪৮নম্বর। জনজাতিদের সংরক্ষিত আসনের মধ্যে ২৬১ রাঙ্ক অর্জন করেছে সে। তাঁর এই সাফল্যরীতিমতো তাৎপর্যপূর্ণ কারণ ওড়িশায় ৬২টি জনজাতির মধ্যে সাক্ষরতার হার সব থেকে কম।২০১১ সালের জনসুমারি অনুযায়ী এই জনজাতির মধ্যে স্বাক্ষরতার হার ছিল ৩৬.৬১ শতাংশ।অবহেলিত জনজাতি হিসেবে পরিচিত যে প্রতিবন্ধকতার মুখে তাদের বরাবরই পড়তে হয়ে আসছে,সেই প্রতিবন্ধকতা মঙ্গলা একরকম অনায়াসেই জয় করেছে। সংবাদমাধ্যমকে সে জানিয়েছেবোন্ডা জনজাতির মধ্যে তাদের পরিবারের তিন জনই একমাত্র পড়াশোনার সঙ্গে যুক্ত। জঙ্গলথেকে খাবার জোগাড় করে তারা জীবনযাপন করে। এমন পরিস্থিতিতে সে যে নিট পরীক্ষায়উতরোতে পারবে, এমনটা সে কখনওই আশা করেনি। তার পরিবারের কেউই কখনও উচ্চ শিক্ষায়যুক্ত ছিল না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds