More
    Homeখবরমমতার উৎসবে ফিরতে বলাটা ভুল, ঢোঁক গিলে কবুল কবীর সুমনের

    মমতার উৎসবে ফিরতে বলাটা ভুল, ঢোঁক গিলে কবুল কবীর সুমনের

    দিন দিন বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। আরজি কর কাণ্ডের একমাস পরেও এতটুকু কমেনি আন্দোলনের তেজ। সুপ্রিম নির্দেশের পরেও কর্মবিরতিতে অনড় রয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। মঙ্গলবার ঝাঁটা হাতে স্বাস্থ্যভবন অভিযানের পর সারারাত সেখানে সামিল হয়েছেন ধর্না অবস্থানে। এরইমধ্যে উৎসবে সামিল হওয়ার বার্তা দিয়ে বিতর্কের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এক সহনাগরিকের পোস্ট শেয়ার করলেন কবীর সুমন। ওই পোস্টটিতে লেখা হয়েছে, শুধু অভয়া নয়, ঝাড়গ্রামের হস্তিনীর মৃত্যুরও বিচার চাই। বুধবার নিজের ফেসবুকে গানওয়ালা লিখেছেন এতদিনে একজনের কথা পড়লাম, যা পড়ে তাঁর বুকে বেজে চলেছে যদিও তা প্রকাশ করে উঠতে পারছেন না। এমন পোস্টের জন্য ওই সহনাগরিককে সেলাম জানাচ্ছেন তিনি। তাঁর অনুমান এই পোস্টের শেষে হাসির ইমোজি দিয়ে নিজের বংশ পরিচয় দিতে বদ্ধ পরিকর হবেন। যে পোস্টটি সুমন পোস্ট করেছেন তাতে লেখা আমি শুধু আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চান না, তিনি বিচার চান রাজস্থানে খুন হওয়া তেইশ বছরের সাবির মালিকের। বিচার চান নান্দুরের ধর্ষিতা নবম শ্রেণির ছাত্রীর। গর্ভে থাকা যে শিশুটি ভূমিষ্ঠ হতে পারল না, তারও বিচার চান। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে যে কটি মায়ের কোল খালি হয়ে গেল, তারও বিচার চান। ঝাড়গ্রামে খুন হওয়া অন্তঃসত্ত্বা হস্তিনীরও বিচার চান তিনি। আরজি করে ধর্ষণ ও খুন হওয়া তরুণী চিকিৎসকের বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়সী মহিলাকে কদর্য ভাষায় আক্রমণ করা নিয়ে নিজের ফেসবুকে সরব হয়েছেন কবীর সুমন। তিনি মমতার ভোটার। প্রগতিশীল বিপ্লবী সহনাগরিকদের কাছে চটিচাটা। তবে এই আবহে উৎসবে ফেরা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন,তার বিরোধী তিনি। যদিও আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীকে চটিবুড়ি,চটি পিসি নামে ডেকে চলেছেন। যাঁরা নিহত মহিলা চিকিৎসকের ধর্ষণ,খুনের প্রতিবাদে বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন, তাঁরাই এমন অকথ্য ভাষায় ডেকে চলেছেন। কিন্তু তাঁদের কারোরই মমতা ও তাঁর দলকে হারিয়ে সরকার গড়ার ক্ষমতা নেই। সিপিএম কবেই উঠে গিয়েছে। তারা এখন ফেসবুকে বেঁচে আছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds