More
    Homeবিনোদনপুজোর ছবির শুটিং-এ বাধা, রাহুল মুখোপাধ্যায়ের পাশে পরিচালক মন্ডলী

    পুজোর ছবির শুটিং-এ বাধা, রাহুল মুখোপাধ্যায়ের পাশে পরিচালক মন্ডলী

    পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং নিয়ে জোর কদমে চলছে তরজা। কথা ছিল শনিবার থেকে ফ্লোরে শুটিং শুরু হবে পুজোর ছবির। কিন্তু শনিবার সকাল সকাল অভিনেতা, পরিচালকরা পৌঁছলে জানা যায় ছবির জন্য আসেননি টেকনিশিয়ানরা। জানা গিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া তরফে পরিচালক হিসাবে রাহুলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু পরে তা তুলে নেওয়া হয়।

     

    শুক্রবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে লেখা হয়েছে, ‘বৃহস্পতিবার বৈঠকের নতুন তথ্য এবং প্রমাণের ভিত্তিতে কিছুটা ধোঁয়াশা কাটে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, অন্য দেশের প্রযোজক। তাই সেক্ষেত্রে কীভাবে নিজেদের দেশে তারা কাজ করবেন, সেই বিষয়ে আমাদের কোনওকিছু বলার থাকতে পারে না। তাই এই বিষয়ে রাহুল মুখোপাধ্যায়কে আমরা দোষ দিতে পারি না।’ অন্যদিকে আরো জানানো হয়, ‘সব শিল্পীরই নিজস্ব কাজের স্বাধীনতা থাকা উচিত। সেটাতেই আমরা বিশ্বাস করি। সেটা যেকোনও দেশে হোক বা বিদেশে। তাই সকলে মিলে নেওয়া সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, রাহুল মুখোপাধ্যায়কে দ্রুত পরিচালক হিসেবে ফিরিয়ে আনা হোক। আমরা সকলে ওঁর পাশে আছি। এবং ওঁর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’

     

    বিজ্ঞপ্তি জারি করার পরেও কেন টেকনিশিয়ানরা ছবির শুটিং ফ্লোরে আসেননি তা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াই প্রধান কারণ। এই ঘটনাটি ঘটার ফলে, টলিউডের পরিচালকরা একজোট হয়ে রাহুলের পাশে দাঁড়ায়। সংবাদমাধ্যমের সামনেই গোটা ঘটনার নিন্দা করে রাজ চক্রবর্তী স্পষ্ট জানালেন, ‘দুদিন ভাবার সময় নিক ফেডারেশন। না হলে, সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরা। এই বিষয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘যেটা হচ্ছে, সেটা খুব আনন্দের নয়। মারাত্মক অসম্মান।’ পরমব্রত চট্টোপাধ্যায় জানান, ‘ডিরেক্টর্স গিল্ডই প্রথমে নিষেধাজ্ঞা এনেছিল। তারপর শুক্রবার ফেডারেশনের সঙ্গে বৈঠকে ডিরেক্টর্স গিল্ডই তথ্য দিয়ে জানান, রাহুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। তাই নিষেধাজ্ঞা তোলা হয়। ডিরেক্টর্স গিল্ড তো ফেডারেশনের অংশ। শনিবার অভিনেতারা, পরিচালকরা এলেও, টেকনিশিয়ানরা আসেনি। বৃহত্তর ফেডারেশন বলছে, তাঁরা কাজ করবে না। এটা কেন?’ অন্যদিকে, পরিচালক রাহুল জানালেন, ‘অনেক কষ্ট করে সিনেমা বানাচ্ছি। শান্তিপূর্ণভাবে সেই কাজটা করতে চাই। এর পর আমার সিনিয়াররা যা বলবেন তাই করব।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds