More
    Homeখবরবিচার চেয়ে রাজপথে বাম-বিজেপি-ঘাসফুল

    বিচার চেয়ে রাজপথে বাম-বিজেপি-ঘাসফুল

     

    আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুনের বিচার চেয়ে অরাজনৈতিক মিছিল সমাবেশে রাজনীতির হালকা ছোঁয়া থাকলেও এবার সরাসরিই ময়দানে তিন রাজনৈতিক দল। শুক্রবার সুবিচার চেয়ে সামিল শাসক বিরোধী দল। বিজেপি,সিপিএম থেকে শাসক তৃণমূল কংগ্রেস– এদিন সব দলকেই দেখা গেল প্রতিবাদের মঞ্চে। গতকালই ধর্মতলায় মঞ্চ বেঁধে ধরনায় বসেছিল বিজেপি। আজ প্রতিবাদ, বিচারের দাবিতে ধরনার দ্বিতীয় দিন। এদিনই ডোরিনা ক্রশিংয়ে আসছেন শুভেন্দু অধিকারী। ধরনার পাশাপাশি মহিলা কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে পদ্মশিবিরের মহিলা মোর্চা। এই গেরুয়া প্রতিবাদের পাশাপাশি আসরে হাজির হয়েছে বামেরাও। দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে অবস্থানে বসেছেন ডিওয়াইএফওয়াইয়ের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। অন্যদিকে রাজাবাজারে বিক্ষোভ দেখায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই,ডিওয়াইএফের কর্মী-সমর্থকরা। একদিকে যখন আরজি কর কাণ্ড নিয়ে মাঠে নেমেছে বাম-গেরুয়া শিবির, তখন পাল্টা আসরে নেমেছে টিএমসিপিও। প্রতিষ্ঠা দিবসে নেত্রীর আহ্বান মেনে শহরের প্রতিটি কলেজের গেটে ধরনা অবস্থায় বসেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন। সবমিলিয়ে শুক্রবার দুপুরে আরজি কর কাণ্ডে রীতিমতো সরগরম শহর কলকাতা

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds