More
    Homeখবর১০০ বছর পর প্যারিসে ফের অলিম্পিকের আসর বসছে!

    ১০০ বছর পর প্যারিসে ফের অলিম্পিকের আসর বসছে!

    ১৯২৪-২০২৪। ঠিক ১০০ বছর পর প্যারিসে ফের অলিম্পিকের আসর বসছে। এই নিয়ে তৃতীয়বার। প্যারিসের বুকে স্যেন নদীতে এই প্রথমবার হতে চলেছে উদ্বোধন।

     

    অলিম্পিকে স্টেডিয়ামে অ্যাথলিটরা প্যারেড করতেন, এবার তাঁরা স্যেন নদীতে পাড়ি দেবেন। প্যারেড, লাইভ শো চলবে স্যেন নদীতে মোট ৬ কিলোমিটার এলাকা দিয়ে। প্রায় ১০০টি নৌকা ও বোটে তাঁরা আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে ট্রোকাড রোতে পৌঁছোবেন। সেখানেই মূল অনুষ্ঠান।

     

    পপ তারকা লেডি গাগা, কানাডিয়ান সঙ্গীতশিল্পী সেলিন ডিওন, আয়া নাকামুরার পারফর্ম করার গুঞ্জন রয়েছে। মোট তিন হাজারের মতো নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন ফ্রান্সের থিয়েটার ডিরেক্টর থমাস জলির পরিকল্পনায়।

     

    ভারতীয় সময় রাত ১১টা নাগাদ তা শুরু হওয়ার কথা রয়েছে। ভারতের পতাবাহকের ভূমিকায় থাকবেন পিভি সিন্ধু ও অচন্ত শরৎ কমল। ভারতীয় পুরুষরা কুর্তা বুন্দি সেট পরবেন ও মহিলারা ভারতের পতাকার তেরঙা অনুপ্রেরণায় ম্যাচিং শাড়ি পরবেন।

     

    উদ্বোধনী অনুষ্ঠান ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে। অনলাইনে সরাসরি সম্প্রচার জিওসিনেমা অ্যাপে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds