More

    কোপা টু কোপা। মাঝে বিশ্বকাপ। ত্রিমুকুট জয়। চক্রপূরণ আর্জেন্টিনার। ফাইনালে রোমাঞ্চকর ১২০ মিনিটে লড়াইয়ে নানা পটপরিবর্তন। শেষপর্যন্ত কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নীল-সাদা জার্সিধারীদের কোপা মিশন এবারেও সাকসেস। বদলি নেমে ব‍্যবধান গড়ে দিয়েছেন ছন্দে থাকা স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। ১১২ মিনিটে গোলের মুখ দেখে কোপার ফাইনাল। তাতেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

    নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকা ট্রফি জয় আর্জেন্টিনার। দর্শকদের উত্তেজনা, লিওনেল মেসির কান্না, খেলোয়াড়দের হাতাহাতি—মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে কী ছিল না! এদিন টিকিট ছাড়াই দর্শকদের মাঠে ঢুকে পড়ার কারণে সময় মতো খেলা শুরু করতে পারেনি আয়োজকরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দর্শকদের নিয়ন্ত্রণে আনতে পারে তারা। প্রথম ৪৫ মিনিটে আধিপত্য ছিল কলম্বিয়ার। দ্বিতীয়ার্ধে বাড়ে আর্জেন্টিনার আক্রমণের ধার।

    ৬৫ মিনিটে আবার পায়ের চোটে উঠে যান মেসি। ডাগআউটে ভেঙে পড়েন কান্নায়। মেসি ভেঙে পড়লেও হাল ছাড়েনি আর্জেন্টনা। ৭৫ মিনিটে আর্জেন্টিনা গোলও করে দিয়েছিল। যদিও তা অফসাইডে বাতিল হয়ে যায়। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখন আরও জোর গতিতে প্রেসিং করে আর্জেন্টিনা।

    ১১২ মিনিটে আসে কাঙ্খিত সেই গোল। মাঝমাঠ থেকে লাউতারো মার্টিনেসকে বল বাড়িয়ে দেন লো সেলসো। বক্সের ভেতরে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়ান লাউতারো। কষ্টের কান্না আনন্দে পরিণত হয় মেসির। শেষবাঁশি বাজতেই আবার উৎসব নীল সাদা জার্সিধারীদের। আবেগে ভাসলেন শেষ ম্যাচ খেলা দি মারিয়াও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds