More
    HomeঅফবিটMaruti Suzuki Fronx সম্পর্কে জানুন

    Maruti Suzuki Fronx সম্পর্কে জানুন

    Maruti Suzuki Fronx গত বছর এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। ক্রসওভার এসইউভি হিসেবে অল্প সময়ের মধ্যেই খুব জনপ্রিয়তা অর্জন করেছে এটি। তাই এই বিপুল চাহিদাকে হাতিয়ার করে ভারতে তৈরি এই গাড়ি অস্ট্রেলিয়াতে রপ্তানির পরিকল্পনা করছে মারুতি সুজুকি। সে দেশে গাড়িটি ২০২৫-এর শুরুর দিকেই লঞ্চ হতে পারে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

    ভারতে Maruti Suzuki Fronx একটি ১.০ লিটার টার্বো ইঞ্জিন সহ মিল্ড হাইব্রিড অপশনে বিক্রি হলেও অস্ট্রেলিয়াতে আরও বড় ইঞ্জিন সমেত আসবে। তা হচ্ছে, মিল্ড হাইব্রিড প্রযুক্তির ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। সঙ্গে থাকছে ১২ ভোল্ট ব্যাটারি। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে বেছে নেওয়া যাবে। অস্ট্রেলিয়ার বাজারে সম্প্রতি Swift লঞ্চ হয়েছে। তবে Fronx-এর মতো ভারতে এই গাড়ি তৈরি করে রপ্তানি করা হচ্ছে না। বরং সুজুকির সোজা জাপানে উৎপাদন করে অস্ট্রেলিয়াতে এক্সপোর্ট করে বিক্রি কছে।

    Suzuki অস্ট্রেলিয়ার আরও হাইব্রিড গাড়ি লঞ্চ করবে
    অস্ট্রেলিয়াতে Swift ও Fronx লঞ্চ করে নিজেদের যাত্রার গতি শিথিল করতে নারাজ সুজুকি। বরঞ্চ একের পর এক হাইব্রিড টেকনোলজির গাড়ি এনে সে দেশের ক্রেতাদের তাক লাগিয়ে দিতে বদ্ধপরিকর সংস্থা। সেই তালিকায় রয়েছে Vitara ও S-Cross SUV। আগামী বছরের মধ্যেই হাইব্রিড প্রযুক্তির এই গাড়ি দুটি বাজারে পা রাখবে।

    ইউরোপের উপরিউক্ত গাড়ি দুটিই মিল্ড-হাইব্রিড ও ফুল-হাইব্রিড ভার্সনে উপলব্ধ। দ্বিতীয়টি সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তির উপর ভর করে চালানো যায়। এতে জ্বালানির খরচ খুব কম। প্রচুর মাইলেজ পাওয়া যায়। তবে মিল্ড-হাইব্রিড প্রযুক্তিতে একটি গ্যাসোলিন ইঞ্জিন থাকে। আসলে অস্ট্রেলিয়াতে নিউ ভেহিকেল এফিশিয়েন্সি স্ট্যান্ডার্ড নির্গমন বিধি’র কারণে হাইব্রিড মডেল আনতে এতটা তৎপরতা দেখাচ্ছে সুজুকি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds