More
    Homeরাজনৈতিক২৪ জুন অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশন, শুরু শপথ বাক্য পাঠ

    ২৪ জুন অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশন, শুরু শপথ বাক্য পাঠ

    ২৪ জুন সোমবার শুরু হয়ে গেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনে শপথগ্রহন করবে মোদি সহ অন্যান্য সাংসদরা। প্রোটেম স্পিকারের তত্বাবধানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এনডিএ জোটের ২৯২ জন, ইন্ডিয়া জোটের ২৩৩ জন এবং অন্যান্যদের ১৮ জন সাংসদ শপথ নেবেন। অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী সোমবার প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রোটেম স্পিকার ভ্রাতৃহরি মহতাবকে শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠান হবে। এরপর সকাল ১১টায় প্রোটেম স্পিকার পৌঁছে যাবেন লোকসভায়।

     

    পরে প্রথম দু’মিনিটের নীরবতা পালন হবে অষ্টাদশ লোকসভায়। এরপর লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং নব নির্বাচিত সাংসদদের নাম ডাকবেন। ভ্রাতৃহরি মহতাব প্রথমেই লোকসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করাবেন। লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হবে আগামী ২৬ জুন। তা না হওয়া পর্যন্ত প্রোটেম স্পিকারের সহায়ক হিসেবে বেছে নেওয়া সমস্ত চেয়ারপার্সনদের একে একে শপথবাক্য পাঠ করাবেন ভ্রাতৃহরি মহতাব। কংগ্রেস সাংসদ কোদিকুন্নিল সুরেশ, ডিএমকে সাংসদ টিআর বালু, বিজেপি সাংসদ রাধামোহণ সিং এবং ফগ্গন সিং কুলাস্তে এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রোটেম স্পিকারের সহায়ক হিসেবে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

     

    এরপর মন্ত্রিসভার সদস্যদের সাংসদ হিসেবে শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। আগামী দু’দিনের মধ্যেই সমস্ত রাজ্যের সাংসদরা নামের আদ্যক্ষর অনুযায়ী একে একে শপথ নেবেন লোকসভায়। বুধবার নির্বাচিত হবেন নয়া স্পিকার। তারপর সংসদে সকলের সঙ্গে নিজের মন্ত্রিসভার সদস্যদের আলাপ করিয়ে দেবেন প্রধানমন্ত্রী। ২৭ জুন, দুই কক্ষে যৌথ ভাষণ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন পর্ব শুরু হবে ২৮ জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিতে পারে ২ অথবা ৩ জুলাই। এরপর সাময়িক স্থগিত থাকার পর ফের ২২ জুলাই বাজেট অধিবেশন শুরু হবে সংসদে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds