More
    HomeঅফবিটMP, MLA - দের বিরুদ্ধে ধর্ষণ ও নারীঘটিত মামলা,এগিয়ে বাংলা: রিপোর্ট

    MP, MLA – দের বিরুদ্ধে ধর্ষণ ও নারীঘটিত মামলা,এগিয়ে বাংলা: রিপোর্ট

    একশো একান্নজন বর্তমান সাংসদ। তালিকায় রয়েছে একাধিক বিধায়কও। এইসব সাংসদ, বিধায়কের মধ্যে ১৬জন সাংসদ ও ১৩৫জন বিধায়কের বিরুদ্ধে রয়েছে নারী ঘটিত মামলা। এই তালিকায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। আরজি কর কাণ্ড নিয়ে দেশজুড়ে আলোড়নের মধ্যেই প্রকাশ্যে এল এই রিপোর্ট। রিপোর্টটি সামনে এনেছে এক ভোটাধিকার সংক্রান্ত সংগঠন। এই রিপোর্ট তৈরি করার জন্য ডেমোক্র্যাটিক রিফর্মস নামে ওই সংগঠনটি ২০১৯ ও ২০২৪ সালে ভোটের সময় নির্বাচন কমিশনের কাছে বর্তমান সাংসদ ও বিধায়কের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখে এই রিপোর্টটি তৈরি করেছে। পশ্চিমবঙ্গের ২৫জন বর্তমান সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে বলে সংগঠনটি তাদের রিপোর্টে জানিয়েছে। জানা গিয়েছে ১৬জন বর্তমান সাংসদ ও বিধায়ক ভারতীয় দণ্ডবিধির অধীনে দায়ের করা মামলার কথা পেশ করা হলফনামায় এই তথ্য জানিয়েছেন। এই ধারায় দোষী প্রমাণিত হলে দশ বছরের কারাদণ্ড হতে পারে বা যাবজ্জীবন সাজা পর্যন্ত হতে পারে। তাঁদের বিরুদ্ধে একই নির্যাতিতার সঙ্গে বারবার অপরাধ করার অভিযোগ রয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে সবার প্রথমে রয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি, তাদের ৫৪জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। এরপর রয়েছে কংগ্রেস। তাদের ২৩জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অপরাধ করা সংক্রান্ত মামলা রয়েছে। টিডিপির ১৭জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা ঝুলছে। বিজেপি ও কংগ্রেসের পাঁচজন বর্তমান জনপ্রতিনিধির বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা।
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds