More
    Homeখবরএক ধাক্কায় কমছে মদের দাম

    এক ধাক্কায় কমছে মদের দাম

    সুরাপ্রেমীদের জন্য সুখবর। মদের দাম বেড়ে যাওয়ায় অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন সুরাপ্রেমীরা। কিন্তু এবার এক ধাক্কায় কমল মদের দাম। জানা গিয়েছে, বেভারেজের উপর ধার্য করের হার পরিবর্তনের জন্যই দাম কমতে চলেছে মদের।

    তবে আপনাদের জানিয়ে রাখি এই ঘোষণা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেনি, দাম কমানোর ঘোষণা করেছে অসম এক্সাইজ ডিপার্টমেন্ট। দেশে তৈরি অ্যালকোহলের পাশাপাশি দাম কমতে চলেছে বিদেশে তৈরি লিকারের। যেমন- বিয়ার, ওয়াইন, রাম, ব্র্যান্ডি সব ধরনের অ্যালকোহল। মদ বিক্রির সুবাদে এমনিতেই বিপুল পরিমাণ টাকা আয় করে রাজ্য। অসম রাজ্য সরকার মনে করছে মদের দাম কমায় বৃদ্ধি পাবে বিক্রি।

     

    সূত্রের খবর অনুযায়ী, ৭৫০ এমএল মদের বোতলের দাম অন্তত ১৭০ টাকা কমতে পারে। আগামী সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। উৎসবের মরশুমে মদের দাম কমায় স্বাভাবিকভাবেই খুশি সুরাপ্রেমীরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds