More
    Homeখবরকাজ থেকে ছুটি পাচ্ছেন না? কোথাও ঘুরতে গিয়ে কাজ করলে কেমন হবে?...

    কাজ থেকে ছুটি পাচ্ছেন না? কোথাও ঘুরতে গিয়ে কাজ করলে কেমন হবে? রইল ভারতের তিন প্রান্তে ‘ওয়ার্কেশন’-এর ৩ ঠিকানা

    কংক্রিটের চার দেওয়াল ছেড়ে সবাই চায় কিছুদিনের জন্য অন্য কোথাও থেকে ঘুরে আসতে। তবে দৈনন্দিন কাজের চাপে অফিসের ছুটি না থাকায় বেড়োনো আর হয়ে ওঠেনা। তবে কোভিড পরিস্থিতির পর থেকেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ জনপ্রিয়। এবং আরও একটি নতুন শব্দবন্ধের সঙ্গে পরিচিত হয়েছে নতুন প্রজন্ম, ‘ওয়ার্কেশন’, অর্থাৎ বেড়াতে গিয়ে কাজ। তাই যদি সুযোগ থাকে পাহাড়ের বুকে, নদীর ধারে বসে কাজ করার, তাহলে সেই সুযোগ হাতছাড়া না করাই ভাল। তাই কাজের চাপে লম্বা ছুটি না পেলে ল্যাপটপ সঙ্গে নিয়েই বরং বেরিয়ে পড়তে পারেন এমন কোনও জায়গায়, যেখানে থাকবে পাহাড়, নদী, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাছগাছালি।

     

    কাসোল, হিমাচল প্রদেশ

     

    যেখানে পাহাড়, নদীর সান্নিধ্য তো রয়েইছে। পাশাপাশি ক্যাফে, হস্টেল, সস্তার হোম স্টে, ইন্টারনেট সংযোগ, অফিসের কাজ করার জন্য যা যা প্রয়োজন, তার সবটাই মজুত রয়েছে এখানে। হিমাচলি খাবারের পাশাপাশি ইজরায়েলেরও রকমারি পদ পাওয়া যায় এখানে। দিনভর কাজের পর নৈশজীবন উপভোগে রয়েছে ক্যাফে, আড্ডা দেওয়ার জায়গা। পাহাড়ি গ্রামটি ছবির মতোই সুন্দর। ঘোরার জায়গার কোনও অভাব নেই। সপ্তাহশেষে ছুটির দিনে এখান থেকেই ট্রেক করা যায় তোস গ্রাম, ক্ষীরগঙ্গা। ঘুরে নেওয়া যায় মণিকরণ ও গুরুদ্বারে। কাসোলেই রয়েছে গুম্ফা, বৌদ্ধ গুহা।

     

    কী ভাবে যাবেন?

     

    ভুন্টার থেকে কাসোলের দূরত্ব ৩০ কিলোমিটার। ভুন্টারে বিমানবন্দর আছে। ট্রেন বা বিমানে দিল্লি গিয়ে, সেখান থেকে বাসে পৌঁছনো যায় ভুন্টার। সেখান থেকে যেতে হবে কাসোল। চণ্ডীগড় দিয়েই কাসোল যাওয়া যায়।

     

    দার্জিলিং, পশ্চিমবঙ্গ

     

    দার্জিলিং বললেই চোখের সামনে ভেসে ওঠে তিনটি ছবি। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন ও চা। বেশির ভাগ জায়গাতেই ইন্টারনেট নিয়ে বিশেষ অসুবিধা নেই। অনেক হোম স্টে ওয়াইফাই-এর সুবিধাও দেয়। দার্জিলিংকে ওয়ার্কেশন হিসাবে বেছে নেওয়ার সুবিধা কাজের শেষে ম্যালে চলে যাওয়া যায়। চাইলে সপ্তাহান্তে ঘুরে নিতে পারেন পাহাড়ি কোনও গ্রামে। এখান থেকে কালেজ ভ্যালি, তাকদা, তাবাকোশি, বিজনবাড়ি— যে কোনও জায়গায় ঘোরা যায়। কালেজ ভ্যালি, বিজনবাড়ির অনেক হোম স্টেতেই হাইস্পিড ইন্টারনেট রয়েছে। ফলে কাজের অসুবিধা হওয়ার কথা নয়।

     

    কী ভাবে যাবেন?

     

    ট্রেনে এনজেপি এসে শেয়ার গাড়িতে দার্জিলিং পৌঁছনো যায়। কলকাতা থেকে বাসে শিলিগুড়ি পৌঁছে গাড়িতে দার্জিলিং আসা যায়। বিমানপথে এলে বাগডোগরা হয়ে আসতে হবে।

     

    ভারকালা, কেরল

     

    সমুদ্র, পাহাড়, নারকেল গাছের সারি। জলপ্রপাত, ব্যাকওয়াটার এ রাজ্যের অন্যতম আকর্ষণ। পাহাড় নয়, সমুদ্র যদি ভালবাসা হয়, তা হলে ‘ওয়ার্কেশন’-এর স্থান হিসাবে ভারকালা সমুদ্র সৈকত হতে পারে সঠিক ঠিকানা।

     

    কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম থেকে ভারকালার দূরত্ব ৪১ কিলোমিটার। এখানে হোটেল রয়েছে, আছে হস্টেলও। আর আছে কেরলের স্থানীয় খাবার। ভারকালার সৌন্দর্যের টানে বিদেশ থেকেও পর্যটকেরা ছুটে আসেন।

     

    এই জায়গাটি তিরুঅনন্তপুরম থেকে খুব বেশি দূরে নয়। গণপরিবহণ ব্যবস্থাও ভাল। বাইক ভাড়া নিয়েও আশপাশের জায়গা ঘুরে দেখা যায়।

     

    কী ভাবে যাবেন?

     

    কলকাতা থেকে ট্রেনে, বিমানপথে কেরল যাওয়া যায়। এর্নাকুলাম জংশন স্টেশন, তিরুঅনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে নেমে ভারকালা গাড়িতে বা বাসে যেতে পারেন। তিরুঅনন্তপুরমে বিমানবন্দরও রয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds