Oscars 2020: সেরা অভিনেতা ‘জোকার’-এর জোয়াকিন ফোনেক্স

199

অস্কার মঞ্চে শেষ হাসি হাসল ‘জোকার’। লিওনার্দো ডি ক্যাপ্রিওকে হারিয়ে সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন জোয়াকিন ফোনিক্স (Joaquin Phoenix)। তালিকায় নাম ছিল অ্যান্তোনিও ব্যানডেরাস, অ্যাডাম ড্রাইভার এবং জোনাথন প্রাইসের। কিন্তু সবাইকে টপকে গেলেন ফোনিক্স।

কয়েকমাস ধরে ফিনিক্সের প্রথম একাডেমি পুরস্কার নিয়ে জোর বিতর্ক হয়েছে আর্থ হাউজে। ব্যাটম্যানস’ নেমেসিস অবলম্বনে এই ছবি হিংসা এবং ভয়ের প্রচার করেছে-এমনটাই অভিমত ছিল জুড়ি এবং সদস্যদের। পুরস্কার হাতে নিয়ে সেই বিতর্কের যোগ্য জবাব দেন ফিনিক্স, ‘আমার ভালোবাসা সিনেমাকে ঘিরেই। এবং জোকার চরিত্র আমায় জীবনে আলাদা মাত্রা এনে দিয়েছে। এই চরিত্রের প্রয়োজন হয়েছে অ-বলার মুখে বোল ফোটাতে আর অন্যায়ের প্রতিবাদ করতে।‘

LEAVE A REPLY

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে