More
    Homeখবরভারত জোড়ো যাত্রা বন্ধ করতেই কোভিডকে হাতিয়ার করছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের।

    ভারত জোড়ো যাত্রা বন্ধ করতেই কোভিডকে হাতিয়ার করছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের।

    Today Kolkata:- করোনা ভাইরাসের (Covid) নতুন ভ্যারিয়েন্ট এর ধাক্কার বেসামাল চিন (China)। প্রতিবেশী দেশের করোনা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। রাজ্যগুলির সাথে বৈঠক করার পাশাপাশি বেশ কিছু নির্দেশ জারি করেছে কেন্দ্র।

    যদিও কংগ্রেসের (Congress) দাবি , দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে অযথা রাজনীতি করছে বিজেপি (BJP) তথা কেন্দ্রীয় সরকার। ভারত জোড়ো যাত্রার জন্য কংগ্রেসকেও নোটিশ (Notice) পাঠিয়েছে কেন্দ্র (Central Government)। কিন্তু কংগ্রেসের দাবি , বিজেপি (BJP) বিষয়টি ঘিরে ঘিরে রাজনীতি করছে। কারণ তারা ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে চাইছে। রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে থাকা ভারত জোড়ো যাত্রার মিছিল (Rally) দিল্লিতে প্রবেশ করেছে।

    ভারত জোড়ো যাত্রা বন্ধ করতেই কোভিডকে হাতিয়ার করছে বিজেপি , অভিযোগ কংগ্রেসের

    করোনায় কাঁপতে চলেছে দেশ ? রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো যাত্রা’ বাতিলের পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

    দেখা যাচ্ছে , মিছিলে প্রায় কারোর মুখেই মাস্ক নেই। সেখানে সামাজিক দূরত্বেরও (Social Distance) মতো নিয়মও মানতে দেখা যায়নি। বিষয়টি ঘিরে কংগ্রেসকে (Congress) নিশানা করতে ছাড়েনি বিজেপি (BJP)। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেন, “রাহুল গান্ধি কোভিড টেস্ট (Covid Test) করিয়েছেন ? ওঁনার সঙ্গে মিছিলে থাকা হিমাচলের মুখ্যমন্ত্রী (Chief Minister Of Himachal Pradesh) সুখবিন্দর সিং সুখু (Sukhbindar Singh Sukhu) এখন করোনা আক্রান্ত (Covid Positive)। তিনি মিছিলে রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে হাত মিলিয়েছিলেন। কংগ্রেস (Congress) কোভিড প্রোটোকল মেনে চলবে না ? না একটি পরিবার কোভিড নিয়মের উপরে ? ”

    ভারত জোড়ো যাত্রা বন্ধ করতেই কোভিডকে হাতিয়ার করছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের।

    সিবিআই-এর হাতে গ্রেফতার আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচর, ধৃত স্বামী দীপকও।

    পাশাপাশি তিনি আরোও বলেন , ”কংগ্রেস (Congress) নেতারা ভ্যাকসিন নিয়ে ভুয়ো তথ্য দিয়েছিলেন। এবার কি করোনা পরিস্থিতি দিয়ে ভুয়ো তথ্য ছড়াবেন ? দেশে করোনার প্রভাব আবারও ছড়িয়ে পড়লে তার জন্য কংগ্রেস নেতারা দায়ী থাকবেন।” বিজেপিকে (BJP) পাল্টা নিশানা করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন , “আমি নিজে মাস্ক (Musk) পরি। কিন্তু বিজেপি (BJP) এটা নিয়ে রাজনীতি করছে। প্রধানমন্ত্রী (Prime Minister) গতকাল সংসদে মাস্ক পরে ছিলেন। কিন্তু পরে তাঁর মুখে কোনও মাস্ক থাকতে দেখা যায়নি। কেন্দ্রীয় সরকারের (Central Government)দেওয়া সবরকম গাইডলাইন আমরা অনুসরণ করব। ভারত জোড়ো যাত্রার ব্যাঘাত ঘটাতেই বিজেপি (BJP) করোনা নিয়ে রাজনীতি করছে।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments