More
    Homeখবরকার্গিল বিজয়’ দিবস পালন প্রধানমন্ত্রীর

    কার্গিল বিজয়’ দিবস পালন প্রধানমন্ত্রীর

    ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস। এই দিনটি ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসাবে গণ্য হয়। প্রত্যেক বছর ২৬ জুলাই দিনটি ‘কার্গিল বিজয়’ দিবস পালন করা হয়। এবারের কার্গিল বিজয় দিবসের ২৫ তম বর্ষ উদযাপন করতে লাদাখ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ২৬ জুলাই ২০২৪-এ ২৫ তম কার্গিল বিজয় দিবস পালিত হল লাদাখে। ২৬ জুলাই অর্থাৎ শুক্রবার লাদাখে ‘কার্গিল ওয়ার মেমোরিয়ালে’ পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। ভারত চলতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উদযাপন করছে। ২৫ বছর আগে এই দিনে ভারতীয় সেনাবাহিনী তার বীরত্ব ও সাহসিকতার এক নজির সৃষ্টি করেছিল। এই উপলক্ষে শুক্রবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাদাখে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কার্গিল যুদ্ধে নিহত সেনা অফিসারদের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলবেন তিনি।

    কার্গিল বিজয় দিবস উপলক্ষে বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘২৬ জুলাই প্রত্যেক ভারতীয়র জন্য একটি বিশেষ দিন। এবার আমরা ২৫তম কার্গিল বিজয় দিবস উদযাপন করব।’ প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন, ‘আমাদের দেশকে যারা প্রাণ দিয়ে রক্ষা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ ভাবে পালিত হচ্ছে এই কার্গিল বিজয় দিনটি।’ পাশাপাশি মোদি কার্গিল ওয়ার মেমোরিয়াল পরিদর্শনের পাশাপাশি সাহসী বীর শহীদদের এদিন শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি তাঁর লাদাখ সফরের সময় শিনকুন লা টানেল প্রকল্পের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, লেহ-এর সঙ্গে যোগাযোগ উন্নত করতে এই টানেল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজ সম্পুর্ণ হলে শিনকুন লা হবে বিশ্বের সর্বোচ্চ টানেল। কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে ২৪ থেকে ২৬ জুলাই দ্রাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ টুইটারে লিখেছেন- ‘দেশ কখনও শহীদদের আত্মত্যাগ ভুলবে না।’ আজকের এই বিশেষ দিনে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ৫২৭ জন সৈন্য শহীদ হয়েছিলেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments

    AI Calculator

    Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


    This will close in 20 seconds